রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

শান্তি ও স্থিতি রক্ষায় চীন ও পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ  ---ইমরান খান

১৯ জুন, পিটিআই : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার চীনের পিপল’স লিবারেশন আর্মি-পিএলএ’র কমান্ডার জেনারেল হান ইউগুর সঙ্গে বৈঠকে একথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক স্থিতি বজায় রাখতে প্রধানমন্ত্রী চীন ও পাকিস্তানের মধ্যকার ঘনিষ্ঠ সমর্থনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন।

একইসাথে, ইমরান খানের পক্ষ থেকে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের ভূমিকার প্রতি চীনের একনিষ্ঠ সমর্থনের জন্যও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বিবৃতিতে ইমরান খান আরও বলেন, চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোর সিপিইসি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ’র একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। তিনি বলেন, পাকিস্তান এখন দুইদেশের মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নে সিপিইসি-২ এর দিকে তাকিয়ে আছে।

অনলাইন আপডেট

আর্কাইভ